সরকারি হাজী এবি কলেজের বার্ষিক প্রতিযোগিতা

94

সন্দীপ সরকারি হাজী এবি কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গনে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এবং ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ ড. মোহাম্মদ ফজলুল করিম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক (দর্শন বিভাগ) মো. বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক (গণিত বিভাগ) খোরশেদুল আলম, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান বিভাগ) মো. আতিকুর রহমান, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) মো. মনির হোসেন, প্রভাষক (পদার্থবিজ্ঞান বিভাগ) মো. শেফায়েত হোসেন, সাংবাদিক সাইফ রাব্বী, সন্দীপ প্রেস ক্লাব সদস্য ইসমাইল হোসেন মনি, এবি কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. নাজমুল হোসাইন এর পরিচালনায় দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, আধুনিক গান এবং যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কলেজ ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ ড. মুঃ ফজলুল করিম এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।