সরকারি ভাতার কার্ড দেয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

30

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে অসহায় লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ভূক্তভোগী এক মহিলা ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হেয়াকো মোহাম্মদপুর এলাকার বাসিন্ধা নুরনাহার বেগমের স্বামী মারা যান বিগত ৭ বছর আগে। তিনি দাঁতমারা ইউপির ২নং ওয়ার্ডের সদস্য নুরনবীর কাছে সরকারি ভাতার জন্য গেলে তিনি বিধবা ভাতার বই বানিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নেন। চার বছর অতিবাহিত হলেও ভাতার কার্ড না পাওয়ায় তিনি গত ৪ জুন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, আরো একাধিক নারী ও পুরুষ সরকারি ভাতার জন্য টাকা প্রদানের তথ্য দেন। যারা ইতোপূর্বে কার্ড পেয়েছে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে তারা জানান। এ বিষয়ে ইউপি সদস্য মো. নুরনবির কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সাথে এ এলাকার কিছু মানুষের বিরোধ রয়েছে, তারাই মানুষকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন বলেন, সরকারি ভাতা ভোগীদের কারো কাছ থেকে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। কিছু অসাধু ইউপি সদস্য এসব করছে। অভিযোগ পেলেই আমি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেব।