সরকারি-বেসরকারি অফিসে নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি

24

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এখন থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি ও বেসরকারি অফিসগুলোতে মাস্ক ছাড়া সেবা দেওয়া হবে না। এ জন্য ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। মাস্ক ব্যবহার নিশ্চিতে এখন থেকে নিয়মিত সব প্রতিষ্ঠান, হাটবাজার, শপিংমল, স্কুল, সামাজিক বা ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এটি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত চালানো হবে বলে জানান তিনি। ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি ইউনিয়ন পরিষদ এবং সবসিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠানে ও হাসপাতাল বিভন্ন বাজারে চালু করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। এ কর্মসূচিতে কোন ছাড় হেয়া হবে না। করোনা ভাইরাস প্রেিরাধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে ভয় নয সচেতেনতার মধ্যে জয় করতে হবে। গত ২৭ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস (কোভিড ১৯) এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, মাস্টার আসলাম খান, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, নূর কুতুবুল আলম, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, নুর উল্লাহ, জাহেদুর রহমান তালুকদার, নজরুল ইসলাম তালুকদার, মুজিবুল হক হিরু আহমদ ছৈয়দ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি প্রমুখ। ইউএনও মো. মাসুদুর রহমান আরও বলেন, অফিসের সামনে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না-বিষয়টি লেখাও থাকবে।
এটি ইউনিয়ন পর্যায়েও বাস্তবায়নে সকল জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।