সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭ জনকে জরিমানা

40

ফটিকছড়িতে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭জনকে ২৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ৩ এপ্রিল সকাল থেকে দিনব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে পৃথকভাবে উপজেলার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার দরবার শরীফ, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। অভিযানে সময় করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৭ দোকান ব্যবসায়ীদের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে ভ্রাম্যমাণ আদালত সেনাবাহিনীর মেজর আমিরের নেতৃত্বে তাঁর দল এবং ফটিকছড়ি থানা রবিউল ইসলাম ও তার দল সহযোগীতা করেন। এছাড়াও জনসমাগম রুখতে বিভিন্ন জায়গায় খেলাধুলা বন্ধ করা হয় এবং ত্রাণ বিতরণ করা হয়।-নাজিরহাট প্রতিনিধি