সম্মিলিত হকার্স ফেডারেশনের সংবর্ধনাসভা

38

চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ বাংলাদেশ আওয়ামী লীগ এর উদ্যোগে গত ১৯ ফেব্রূয়ারি বুধবার দুপুর ২টায় ঐতিহাসিক পুরাতন রেলওয়ে ষ্টেশন চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মেয়র মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী’র গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনায় চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের উদ্যোগে এক বিশাল মিছিল সংগঠনের সভাপতি মোঃ মিরন হোসেন মিলন এর নেতৃত্বে চট্টগ্রাম হকার্সদের বিভিন্ন দাবী-দাওয়া, পেস্টুন, ব্যানার সহকারে উপস্থিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য মেয়র মনোনীত প্রার্থী ঘোষণা করায় ধন্যবাদ জানান। সভাপতি বলেন- নৌকার প্রতীক প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী কে তথা নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য হকার্সদের প্রতি জোর দাবী জানান। তিনি আরো বলেন- আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে চট্টগ্রামের হকার্সদের দীর্ঘদিনের দাবী-দাওয়া এবং সমস্যার অবসান হবে ইনশা আল­াহ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক হকার্সদের জাতীয় নীতিমালা প্রণয়ন করাসহ হকার্সদের উচ্ছেদ, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, বন্ধসহ মাদক, জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য হকার্সদের প্রতি সহানুভূতি প্রদানের অনুরোধ করেন। চট্টগ্রামে হকার্সদের জন্য বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণ করা হলে আমৃত্যু আমরা শেখ হাসিনা তথা বঙ্গবন্ধুর কন্যার কাছে কৃতজ্ঞ থাকবো। তিনি আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী তথা নৌকা প্রতীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান। উক্ত আলোচনা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন- সম্মিলিত হকার্স ফেডারেশন এর সহ সভাপতি আবুল খায়ের টিটু, নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, মোঃ নবী হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুর রহিম, মোঃ দুলাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মাসুম, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ২নং শাখা কমিটির সাবেক সভাপতি মোঃ আবুল বশর, ৫নং ইউনিট কমিটির সাবেক সভাপতি মোঃ আবদুর রহিম, ৬নং শাখা কমিটির সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ডবলমুরিং শাখা আঞ্চলিক কমিটির সদস্য মোঃ মিরাজ, দিদার, আবু, মহিউদ্দিন, আরমান, বাচ্চু, ইসহাক, আহব্বায়ক মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশাল মিছিল দারুল ফজল মার্কেট চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে বটতলী ষ্টেশন এসে শেষ হয়। বিজ্ঞপ্তি