সম্মিলিত-ফোরাম প্যানেল পরিচিতি সভা

58

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচন সামনে রেখে সম্মিলিত-ফোরাম প্যানেলের পরিচিতি সভা হয়েছে চট্টগ্রামে। গতকাল শনিবার রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হলে এ উপলক্ষে বসেছিল পোশাক শিল্প মালিকদের মিলনমেলা। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। ‘এক শিল্প এক দেশ এক লড়াই’ স্লোগানের এ প্যানেলে বিজিএমইএ চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মোহাম্মদ আব্দুস সালাম, আল আমিন গার্মেন্টসের এএম চৌধুরী সেলিম, আরাফাত ফ্যাশনের এএম মাহবুব চৌধুরী, এইচকে-টিজি গার্মেন্টসের এনামুল আজিজ চৌধুরী, এরিয়ন ড্রেসেস লিমিটেডের মোহাম্মদ আতিক, উল ওয়ার্ল্ড লিমিটেডের খন্দকার বেলায়েত হোসেন, অ্যাপোলো সুইং অ্যান্ড গার্মেন্টসের অঞ্জন শেখর দাশ, মদিনা গার্মেন্টসের মোহাম্মদ মুছা ও ফ্যামিলিট্যাক্স (বিডি) লিমিটেডের মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা। ৬ এপ্রিল চট্টগ্রামের ৯টি পদ বাদে ২৬ পদে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজিএমইএর সাবেক সহ-সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী বলেন, আরএমজির সম্ভাবনা প্রচুর। দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে তৈরি পোশাক খাত। ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যে কাজ করছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা।
কেডিএস গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম ফোরামের সভাপতি খলিলুর রহমান বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের ঘাম আর শ্রমে তৈরি পোশাক শিল্প এগিয়েছে। কোটি মানুষের কর্মসংস্থান করেছি আমরা। আশা করি, বিজিএমইএর নেতৃত্বে তৈরি পোশাকশিল্প এগিয়ে যাবে, সৎ ব্যবসায়ীদের মর্যাদা বাড়বে।
এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ারুল আলম পারভেজ প্রমুখ। সঞ্চালনা করেন এসএম আবু তৈয়ব।
বক্তারা চট্টগ্রামে গার্মেন্টস পল্লি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বন্দর থেকে আমদানি পণ্য খালাস, কাস্টম হাউসের বিল অব এন্ট্রি, বিল অব লেডিংসহ পণ্য ছাড় প্রক্রিয়া সহজতর করাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান সমস্যা নিরসনে বিজিএমইএ’র নতুন নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। খবর বিজ্ঞপ্তির