সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন

1

 

আগামী ২০ অক্টোবর বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে নগরীর জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে গত ৩০ সেপ্টেম্বর সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের এক সাধারণ সভা বিভিন্ন বৌদ্ধ ছাত্র যুব সংগঠনের সমন্বয়ে কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিংকু বড়ুয়ার সভাপতিত্বে ও জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়াকে আহŸায়ক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়াকে সদস্য সচিব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি সজিব বড়ুয়া ডায়মন্ডকে প্রধান সমন্বয়কারী, চট্টগ্রাম মেডিকেল বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য স্বরূপ বিকাশ বড়ুয়া বিতানকে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করা হয় এবং আগামী ৮ অক্টোবর নগরীর বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে পুনরায় সভা করার মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি