সম্প্রীতি কনসার্টে সমাপ্ত হলো পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি

38

সম্প্রীতি কনসার্টের মধ্যদিয়ে শেষ হলো ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি। প্রতিবারের মত এবারও খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়ন ২দিন ব্যাপী শান্তি মেলার আয়োজন করে। শেষ দিনে মঙ্গলবার সন্ধ্যায় জেলার ৫ উপজেলার কয়েক হাজার দর্শকের মন মাতালেন চ্যানেল আই সেরা কন্ঠ তারকা বাঁধন সরকার পূজা। শুরুতে গুইমারা আর্মি স্টেডিয়ামে আয়োজিত শান্তি কনসার্টের উদ্বোধন করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে আজ শান্তির সুবাতাস বইছে। উন্নয়ন, অগ্রযাত্রায় পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও শান্তির এ ধারা অব্যাহত রেখে অচিরেই পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ মতিউর রহমান, ডিজিএফআই খাগড়াছড়ি ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল নাজিম উদ্দিন, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবুদল হাই, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহাংগীর আলম, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ, জনপ্রতিনিধি’সহ বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার পাহাড়ি-বাঙালি দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সেনা সদস্যদের পাশাপাশি উপজাতীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর নৃত্যে পাহাড়ের ঐতিহ্য তুলে ধরা হয়। সবশেষ খ্যাতিমান তারকা শিল্পী বাঁধন সরকার পূজার গানে মাতিয়ে তুলে পুরো আর্মি স্টেডিয়াম। এর আগে আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে উঠে মেলার মাঠ।