সমুদ্র থেকে লাফিয়ে ওঠা মাছে এফোঁড়-ওফোঁড় কিশোরের ঘাড়

21

মাছ তো নয় যেন ছুরি। মাছ শিকার করতে গিয়ে নীডলফিশের সুঁচালো লম্বা ঠোঁটে এফোঁড়-ওফোঁড় হল এক কিশোরের ঘাড়। সমুদ্র থেকে লাফিয়ে ওঠা ওই মাছের ঠোঁট ঘাড় ফুঁড়ে থাকা অবস্থাতেই কিশোরটি সাঁতরে তীরে পৌঁছে ছোটেন হাসপাতালে। ঘটনার ৫ দিন পর ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বিবিসি’তে নিজমুখেই বর্ণনা করেছেন ইন্দোনেশিয়ার ওই কিশোর। ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বের সুলাওয়েসির দ্বীপ বুটনে অন্যদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন ১৬ বছর বয়সী মহম্মদ ইদুল। হঠাৎ সূচের মত তীক্ষ্ণ মাথার ‘নীডলফিশ’ লাফিয়ে আসে ইদুলের দিকে।
ইদুল সরে যাওয়ার আগেই তার ঘাড়ে গেঁথে যায় মাছটি। মাছের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান ইদুল। জীবন বাঁচাতে মরিয়া হয়ে ঐ অবস্থাতেই তীরের দিকে সাঁতরাতে শুরু করেন এবং তীরে পৌঁছে হাসপাতালে যান। ইদুল বেঁচে গেছেন এবং হাসিমুখেই ঘটনার বর্ণনা দিয়েছেন। তার এই বেঁচে যাওয়ার জন্য ইদুল তার উপস্থিত বুদ্ধি সম্পন্ন বন্ধু, নিজের ভাগ্য এবং হাসপাতালের যতœশীল চিকৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন। ইদুলের ঘাড়ে মাছ আটকে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি রাতারাতি তারকাখ্যাতিও পেয়েছেন।