সমিতির ছাড়পত্র ছাড়া ওয়ার্কশপ মালিককে লাইসেন্স দেয়া হবে না

94

চসিক কনফারেন্স হলে সোমবার বিকেল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে বাংলাদেশ আটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি শচীনন্দন গোস্বামী। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী। তিনি তার বক্তব্যে চসিক আওতাধীন এলাকায় বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলীর পাড়ে অটোমোবাইলস ওয়ার্কশপ টার্মিনাল নির্মাণ বা আলাদা জোন প্রতিষ্ঠা, ১৯৯০ সনে সরকারের সঙ্গে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী অটোমোবাইল ওয়ার্কশপ শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রতিটি ওয়ার্কশপের অনুকূলে ৫ কাঠা করে জমি বরাদ্ধ দেয়া, বিকল্প জায়গা বরাদ্দ ছাড়া আটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ বন্ধ করা, ট্রেড লাইসেন্সবিহীন ওয়ার্কশপগুলো বন্ধকরণ, বৈধ আটোমোবাইল ওয়ার্কশপ মালিকদের হয়রানি না করাসহ ১১ দফা দাবি সিটি মেয়রকে অবহিত করেন সাধারণ সম্পাদক আবু সৈয়দ চৌধুরী।
বৈঠকে মেয়র সমিতির ওয়ার্কশপ টার্মিনাল প্রতিষ্ঠায় তার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সমিতির ছাড়পত্র ছাড়া কোন ওয়ার্কশপ মালিককে ট্রেড লাইসেন্স দেয়া হবে না। বাংলাদেশ আটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি শচী নন্দন গোস্বামী বলেন, ওয়ার্কশপ মালিকরা চায় আলাদা শিল্পজোন। শিল্পজোন গড়তে সরকারকে প্রয়োজনীয় অর্থের জোগান আমরা দেবো। এসময় শামসুল আলম, আবু বকর, মো. ইউসুফ, ধনা বড়–য়া, জসিম উদ্দিন, নিতাই দেবনাথ, আবু ফয়েজ, মো. জামশেদ, ছাগির আহমদ, আবু আহমদ, মো. নাছির, মো. ইয়াছির, মোবারক হোসেন, মো. ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ, শহিদুল আলম, আবদুল মালেক, তৌফিকুর রহমান, প্রভাত কুমার দাশ, আবদুস সবুর, নুর মোহাম্মদ, সুরেশ শর্মা, আবদুর রহিম, নারায়ন মল্লিক, মো. ওসমান, মো. বেলাল, আবদুল গণি ও শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি