সমাজ পরিবর্তনে নারীদের এগিয়ে আসতে হবে

37

বান্দরবানে নিবন্ধনকৃত মহিলা সমিতি ভিত্তিক ব্যতিক্রমধর্মী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচীর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান অরুণ সারকী টাউন হলে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেনের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে নদপত্র বিতরণ করেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচী পরিচালক পারভীন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের বান্দরবানের উপ-পরিচালক অতিয়া চৌধুরী, রুমা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সুমল চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের বান্দরবানের প্রশিক্ষক কাজল দাশসহ জয়িতা বান্দরবানের বিভিন্ন সমিতির নারী নেত্রীরা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন বান্দরবানের মেঘলায় নির্মাণাধীন জয়িতা ভবনে ব্যবসায় ইচ্ছুক নারী জয়ীতার দোকান বরাদ্ধ সহজলভ্য করা এবং দোকান ভাড়া ৬ মাস ফ্রি ও জামানত ২৫ হাজার টাকার চেয়ে কমিয়ে নারীদের ব্যবসায় প্রসার ঘটাতে অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছার কাছে আবেদন জানান।
প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা বলেন, আজ নারীরা অনেক দূর এগুচ্ছে। নারীরা ঘরের কোণে বসে থাকলেও আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতা ও সফল উদ্যোগের ফলে নারীরা এগিয়ে যাচ্ছে চাকরি ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে। তিনি আরো বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মত বান্দরবানের নারীরাও পিছিয়ে নেই, তবে আমি মনে করি বান্দরবানে পুরুষের চেয়ে নারীরা বেশি এগিয়ে রয়েছে, কেননা এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ক্ষেতে খামারে যেভাবে পরিশ্রম করে সংসার চালান তা শুধু তিন পার্বত্য জেলায় চোখে পড়ে।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা সকল নারীকে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার আহবান জানান এবং নিবন্ধনকৃত মহিলা সমিতিভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে আহবান জানান।
অনুষ্ঠানে টেক্সটাইল, নকশীঁ কাঁথা, এগ্রিকালচার ফুড প্রসেসিং, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ২শত ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।