সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ প্রতিবন্ধী দিবস উদযাপিত

157

‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ ডিসেম্বর ২০১৯ বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহায়তায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, মোবাইল ক্লিনিক সেবা, বিশেষ সম্মাননা প্রদান, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় নগরীর প্রবর্তক মোড় হতে র‌্যালি শুরু হয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু হাসান সিদ্দিক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহীনেওয়াজ,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, প্রয়াস অটিজম স্কুলের অধ্যক্ষ লে. কর্ণেল ইমরান আজাদ, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরী, মমতার প্রধান নির্বাহী আলহাজ¦ রফিক আহমদ, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ আমান উল্লাহ,শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ-২ এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রতিবন্ধী সমাজের প্রতনিধি শহীদুল ইসলাম সাজ্জাদ ও মোশাররফ হোসেন প্রমুখ। সভাশেষে সফল প্রতিবন্ধী ব্যক্তি ও সংস্থা ক্যাটাগরীতে বিশেষ সম্মাননা ও চিত্রাংকনে পুরষ্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সকল স্থরের মানুষের দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন, তাদের জন্য সরকারী ও বেসরকারী সেবা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা ও নাগরিক সুযোগ সম্প্রসারণে সকল সেবাদানকারী সংস্থা ও নাগকিরিককে সচেতন থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি