সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

81

সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জীবনের উন্নতি করতে হলে জীবনের সর্বক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতা মানুষের জীবনে সফলতা বয়ে আনে। তিনি যুব সমাজকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন আমরা জনগণের টেক্সের টাকায় পড়ালেখা করি, কাজেই আমাদের কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করে জাতির হক আদায় করতে হবে। বিভাগীয় পরিচালক ইউসিডি-১, চট্টগ্রাম কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়ে আরও ৩টি কম্পিউটার প্রদান করার প্রতিশ্রুতি দেন। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ২৯ জানুয়ারী সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার যোবায়ের আলম। প্রকল্প সমন্বয় পরিষদ-১, এর কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী ও কাউসার জান্নাত মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে ১৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি