সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর সম্মেলন

103

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার নবম সম্মেলন চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট নগর শাখা সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন। সম্মেলনে প্রধান বক্তা রাজেকুজ্জামান রতন বলেন, শিক্ষা হলে সভ্যতার অগ্রগতির মধ্য দিয়ে সঞ্চিত অভিজ্ঞাতা এবং যুগ যুগ ধরে মানুষের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই অভিজ্ঞাতা পরবর্তী প্রজন্মের মানুষের সামনে চলার পথকে প্রসারিত কারার মাধ্যম। একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তাই শিক্ষা হলো মৌলিক অধিকার।
এই আধুনিক রাষ্ট্রে মানুষকে বঞ্চিত করা, চেতনাগত দিক থেকে পশুর স্থরে নামিয়ে আনার শামিল। কিন্তু আমরা দেখছি শাসকগোষ্ঠী শিক্ষার অধিকার থেকে সাধারণ জনগণকে ক্রমাগত বঞ্চিত করে চলেছে। শিক্ষাকেও আজ একটি ব্যবসায়ী পণ্য পরিণত করা হয়েছে। যেখানে শিক্ষার উদ্দেশ্য হওয়ার কথা ছিলো দেশ দুনিয়া সম্বদ্ধে জ্ঞান আহরণ করে মানুষের সুস্থ ও মানবিক বিকাশ, সেখানে শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র পাশ-ফেল, সার্টিফিকেট এর ওপর। তিনি আরো বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় বিরাজ অবক্ষয় করছে। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র সমাজের রয়েছে গৌরবজ্জ্বল ইতিহাস। সেই লডাই- সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র ফ্রন্ট আগামী দিনে ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারা শক্তিশালী করে এগিয়ে যাবে। সম্মেলনে রায়হান উদ্দিনকে সভাপতি, দেব রণ্ঞ্জন দেবু কে সহ-সভাপতি, ঋজু লক্ষী অবরোধ কে সাধারণ সম্পাদজ, মিরাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে তেরে সদস্যা বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক নমর্ষী ঘোষ, অর্থ সম্পাদক ইসরাত হক জেরিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রীতম বড়ুয়া, পাঠাগার সম্পাদক ফারিস্তা চৌধুরী, স্কুল বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান। সদস্য শাহনাজ মুন্নি, উলাচিং মার্মা, আহসান হোসেন কল্লোল, শাহিন রহমান। বিজ্ঞপ্তি