সব মানুষের প্রাণের দাবি নিরাপদ সড়ক

54

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীরা এ আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘ দুই যুগের অধিক সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ নিরাপদ সড়ক আজ দেশের সকল মানুষের প্রাণের দাবি। এ দাবি বাসত্মবায়নে নিরাপদ সড়ক চাই দীর্ঘ দুই যুগ ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন সড়কে মৃত্যু ঠেকানো সম্ভব যদি সব শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায়। জাতিসংঘ ঘোষিত পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে গত সোমবার নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল মিলয়াতনে নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত গাড়ি চালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত গাড়ি চালক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারম্নণ রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, মনজুরম্নল আলম মনজু, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী ও কাউন্সিলর আনজুমান আরা বেগম আনজু। সভাপতির বক্তব্যে এসএম আবু তৈয়ব বলেন, চট্টগ্রাম শহরে ফুটওভার ব্রিজ নির্মাণে নিরাপদ সড়ক চাই সমন্বয় করতে এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্বে প্রশিক্ষণ প্রদান করতে প্রস্তুত রয়েছে। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন নিসচা’র নগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাঈন উদ্দীন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন, এনটিভির স্টাফ রিপোর্টার আরিচ আহমেদ শাহ, নিসচার সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান, নির্বাহী সদস্য সনত তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি