সব ধর্মাবলম্বীদের বসবাসের উর্বর ক্ষেত্র বাংলাদেশ

59

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রথমবারের মতো প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির গতকাল সোমবার উদ্বোধন ফলক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশিষ্ট শিল্পপতি অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরীর সহযোগিতায়, ক্ষুদিরাম চৌধুরী ও নীরুবালা চৌধুরী স্মরণে এবং সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নে প্রতিষ্ঠিত এ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার উপস্থিত ছিলেন।
উপাচার্য তার ভাষণে সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ও এলাবাসীর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম কেন্দ্রীয় মন্দির নির্মাণে সহযোগিতার জন্য বিশিষ্ট শিল্পপতি অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকল ধর্মের মানুষের বসবাসের উর্বর ক্ষেত্র আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। এ সময় অন্যদের মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুসদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গীতা থেকে পাঠ করেন সনাতন ধর্ম পরিষদ, চবি সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। বিজ্ঞপ্তি