সব দল নিয়েই ‘যদি’ ‘কিন্তু’ থাকে : তামিম

28

বিশ্বকাপের দল নিয়ে সবার মধ্যেই কম বেশি আগ্রহ থাকে। মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। ওপেনার তামিম ইকবালের মতে, বিশ্বকাপের দল নিয়ে বিতর্কের কিছু নেই। বুধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান মানিগ্রামের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘যে স্কোয়াডই দেওয়া হোক বা যে প্লেয়ারকেই নেওয়া হোক না কেন, সবারই কিছু না কিছু ‘যদি’ ‘কিন্তু’ থাকবে, কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। বিশ্বকাপের দল তৈরি করা সহজ কাজ নয়। কয়েকজন খেলোয়াড় পারফর্ম করেও এই দলে সুযোগ পাননি। আবার এমন খেলোয়াড়ও আছেন যারা পারফর্ম করেই সুযোগ পেয়েছেন দলে।’
তিনি আরও বলেছেন, ‘যে ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের ওপর আস্থা রাখা উচিত। ‘অমুকের জায়গায় তমুক থাকলে ভালো হতো’ বললে যারা সুযোগ পেয়েছে তাদের মনখারাপ হয়ে যাবে।’ মোস্তাফিজ-মিরাজ-লিটন-মিঠুন-রাহী প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। এই তরুণদের কাছে তামিমের অনেক প্রত্যাশা।