সব চিকিৎসাকেন্দ্র তামাকমুক্ত রাখার নির্দেশ

41

সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও আশপাশের এলাকা তামাকমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। সম্প্রতি এক বিজ্ঞপ্তি মাধ্যমে চিকিৎসাকেন্দ্র ও এর আশপাশের ১০০ মিটার এলাকায় যাতে ধূমপান নিষিদ্ধ থাকে সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, চিকিৎসাকেন্দ্রের প্রবেশ পথ, অভ্যন্তরে তামাকমুক্তকরণ বিষয়ে নির্দেশাবলী ও সতর্কবাণী সম্বলিত সাইনেজ স্থাপন, তামাকসেবীদের পরিত্যাগের পরামর্শ ও সহযোগিতা এবং সরকারি বিধি অনুসরণ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে।
চিকিৎসাকেন্দ্র স্পর্শকাতর এলাকা তাই সেখানে তামাক কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ তামাকসেবীর পাশাপাশি অন্যরা এতে ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করেন তিনি।