সব কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

25

করোনা মোকাবিলায় দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া এ ঘোষণা দিয়েছে।
এর আগে সোমবার (১৬ মার্চ) দুপুরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এই ঘোষণার আওতায় সরকারি আলিয়া মাদ্রাসাগুলোও বন্ধ হয়েছে। খবর বাংলা ট্রিবিউনের
জানা গেছে, মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’র কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।