সবার সাথে আলাপ করে ভবিষ্যতে প্রকল্প নেয়া হবে : সিডিএ চেয়ারম্যান

65

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, ভবিষ্যতে যেকোন প্রকল্প নেয়ার আগে সবার সাথে আলাপ করা হবে। যাতে চট্টগ্রামের সবাই প্রকল্পের সুফল গ্রহন করতে পারে। সবার সাথে আলাপ করে চট্টগ্রামের উন্নয়ন হয় এমন প্রকল্প গ্রহন করতে হবে। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ২১ মে মঙ্গলবার চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন চাই শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি ডা.শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলের উদ্বোধক ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি (স্থায়ী পরিষদ) ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী তিনি বলেন আমাদের সবার একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য পূরণে সবার একসাথে কাজ করতে হবে। চট্টগ্রামে অনেক ফুট ওভার ব্রিজের প্রয়োজন রয়েছে। এটা নিয়ে আন্দোলন করা যেতে পারে। মূল কথা হচ্ছে কাজ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে ডা. শফিউল আজম বলেন, বিভিন্ন সময়ে চট্টগ্রামের উন্নয়নে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি কাজ করেছে। ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে। সভায় বক্তারা দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইউসুফ চৌধুরীর কথা স্মরণ করে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে ইউসুফ চৈধুরীর অবদানের কথা তুলে ধরেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিহা মুছা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান লাইলা ইব্রাহিম বানু, ভাইস চেয়ারম্যান হাকিম মো. উল্লাহ্ ও অধ্যক্ষ নুরুল ইসলাম ছিদ্দিকি, যুগ্ম মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, নুরুল আলম, ডা. নাহিদ সুলতানা শিমু, এম এ ছবুর খান, খান এ ছবুর, এম আনোয়ার আজম, হায়দার হোসেন কাজল, ছিদ্দিকুল ইসলাম, স্বপন সেন, কে এম নুরুল ইসলাম হুলাইন, ছৈয়দা সাহানারা বেগম, লায়ন সালাউদ্দিন সামির, এম গোফরান চৌধুরী, হাসান সিকদার, নুরুল ইসলাম রিপন, রিমন মুহুরী, হাকিম মাহমুদ উল্লাহ্ প্রমুখ। বিজ্ঞপ্তি