সফলভাবে কাজ করছে শিক্ষাবান্ধব সরকার

54

সাতকানিয়ার দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সরকারের বিনামূল্যে বই বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা ও বইবিতরণ উৎসব বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে গত ১ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমদ, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার মো.ইউনুস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউনুস, সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, সাবেক ছাত্রলীগ নেতা আবু ছালেহ শান, সংরক্ষিত মহিলা সদস্য রুকিয়া বেগম, আসিফ ইকবাল, যুবলীগনেতা নুর মোহাম্মদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন তাসফিউল ইসলাম।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত। গত ১০ বছরের ১ম দিনে লাখ লাখ শিক্ষার্থীরা বিনামূল্যে বই, উপবৃত্তিসহ শিক্ষার সকল রকম সুযোগ সুবিধা পাচ্ছে। তিনি মহাজোট সরকারকে পুনরায় বিপুল ভোটে রায় দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন সরকারের উন্নয়ন মহাযজ্ঞ বাস্তবায়নে আমাদের সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন রকম গুজবে কান না দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত সমান দৃষ্টিতে পাঠদানসহ সার্বিক জীবন মানোন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। খবর বিজ্ঞপ্তির