সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি-বার্ষিক সাধারণ সভা

66

চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপ উপজেলার অনেকগুলো সাদা মনের মানুষের আন্তরিকতায় ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করেছিলো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম। যে প্রতিষ্ঠান দ্বীপবাসির জন্য অত্যন্ত গর্বের বিষয়। অনেকগুলো নিঃশ্বার্থপর স্বেচ্ছাসেবীদের এ সংগঠন সন্দ্বীপবাসির যে কোন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অধ্যবদি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগরীর হালিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি এ.কে.এম বেলায়েত হোসেন এ আহব্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম অধিবেশনে বিগত সাধারণ সভার কার্য বিবরণীপাঠ ও অনুমোদন, অর্থ সম্পাদকের বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন ও অনুমোদন সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী এমলাক হোসেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এ.এন.এম আব্দুল মোক্তাদির, মোহাম্মদ শামছুল কিবরিয়া, কফিল উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবীর, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম’র সভাপতি রাজিবুল আহসান সুমন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, গাজী মোহাম্মদ আনিসুর রহমান, সংগঠনের সহ-সভাপতি এসএম ইব্রাহীম, কোষাধ্যক্ষ মো. মজিবুল মাওলা, যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন শিবলু, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মামুন, দপ্তর সম্পাদক মো. মনিরুল মাওলা, সাহিত্য ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য মো. শাহাজান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশন’র প্রধান নির্বাচন কমিশনার আলহাজ নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও নির্বাচন কশিনার সাইফুর রহমান লিংকনের পরিচালনায় কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০১৯-২০২০ নতুন কমিটি ঘোষণা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন ও দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আবু ইউসুফ রিপন। কমিটির অন্য সদস্যরা হলেন যথাক্রমে প্রথম সহ-সভাপতি এসএম ইব্রাহীম, দ্বিতীয় সহ-সভাপতি মো. আবুল কাশেম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ মনিরুল মাওলা, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন মামুন, প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, দপ্তর সম্পাদক কাজী ফারহান আব্বাস, মহিলা সম্পাদিকা মমতাজু নেছা সুমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. ফিরোজ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. বাবর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. শাহাজাহান, মো. আবুল বাশার, মো. ফোরকান উদ্দিন, মো. মনজুর আলম, অধ্যাপক মো. শামছুল কবির, মো. মজিবুল মাওলা, মো. আরশাফ উল্লাহ কচি, মো. তাসলিমুল আলম, নাহিদ মাহমুদ সাহেদ, মুহাম্মদ মোস্তফা, মো. আব্দুল কাদের। অনুষ্ঠানে অধ্যাপক শামছুল কবির শামীমের সম্পাদনায় সহনিকা ২০১৯ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি