সন্দ্বীপে নারী নির্যাতন প্রতিরোধে নারী প্লাটফরম গঠন

44

সন্দ্বীপে নারী নির্যাতন প্রতিরোধে নারী প্লাটফরম গঠনের লক্ষ্যে এক সভা গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। রিকল ২০২১ প্রজেক্টের উদ্যোগে ও দাতা সংস্থা অক্সফ্যামের সহযোগিতায় এসডিআই আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাটি নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে ও এফএফ কবি বাদল রায় স্বাধীনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন রিকলের প্রকল্প সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফএফ ইসমাঈল ফরিদ, মালতি সরকার, নারী প্রতিনিধি ইসমতারা জেনি, পাশা রানী প্রমুখ। সভা শেষে ফাতেমা বেগমকে আহব্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহব্বায়ক পাশা রানী, যুগ্ম আহবায়ক খালেদা, সদস্য সচিব ইসমতারা জেনি ও সহকারী সদস্য সচিব জেসমিন বেগম বাকি সহ ৪৬ জন সদস্য।