সন্দ্বীপে আঙ্গুর সদৃশ প্যাকেটে ইয়াবা

93

সন্দ্বীপে আঙ্গুর আকৃতিতে কালো টেপ দিয়ে মোড়ানো ইয়াবা’র চালান পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। তার নাম দিদারুল আলম প্রকাশ কালা দিদার (৩৫)।
গতকাল বুধবার সকাল ১১টায় স›দ্বীপের কাছিয়াপাড় ফেরিঘাট এলাকা থেকে ৩শত পিস ইয়াবাসহ দিদারুল আলমকে আটক করে পুলিশ।
তিনি সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত নুর উল্লাহর পুত্র।
সন্দ্বীপ থানার সহকারী উপ পরিদর্শক ওয়াসিম মিয়া জানান, ৬টি কালো আঙ্গুরের প্যাকেটে ৫০ পিস করে মোট ৩শত পিস ইয়াবা কালো ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। ইয়াবাগুলো সন্দ্বীপ চ্যানেলে বাঁশ বাড়িয়া ঘাট থেকে পাচারকারী সিন্ডিকেটের এক সদস্য তার বাচ্চা’র অসুখের কথা বলে সন্দ্বীপগামী স্পিড বোটের এক যাত্রীকে দুই কেজি আঙ্গুর কাছিয়াপাড় ঘাট প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় বোটে থাকা যাত্রীদের মনে সন্দেহ হয় এবং তারা থানায় বিষয়টি জানান। স্পিড বোটটি কাছিয়াপাড় ঘাটে এসে পৌঁছলে পুলিশের দল পাচারকারী সিন্ডিকেটের সদস্য দিদারকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। স›দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান বলেন, ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী সিন্ডিকেট দলের অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।