সন্দ্বীপের এসডিআই’র ডিয়ার প্রকল্পেরসভা

68

সন্দ্বীপে রিকল ২০২১ প্রজেক্টের উদ্যোগে ইয়ুথ গ্রূপ সদস্য ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের স্টেইকহোল্ডারদের নিয়ে এক মোবিলাইজেশন সভা গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রিকল প্রজেক্টের সমন্বয়কারী অতুল কৃষ্ণ মজুমদার। এরপর ডিয়ার প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন প্রশিক্ষন সহকারী আব্দুর রহিম রাহী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, এসডিআই সন্দ্বীপ অঞ্চলের ব্যবস্থাপক সাইদুর রহমান, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু, মৎস অফিসের কর্মকর্তা তুষার কান্তি দাস, আহসান জামিল ট্যাকনিকেল সেন্টারের ইনস্ট্রাকটর সাজ্জাদুল করিম, উপজেলা তথ্যসেবা কেন্দ্রের পরিচালক মো. মাঈন উদ্দীন, এসডিআই রিকলের ইয়ুথ গ্রূপ সদস্য সীমা বেগম, রাহেনা বেগম প্রমুখ। বক্তারা বলেন দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব বা যুবতী এবং তাদের কর্মসংস্থানের অভাব রয়েছে। এদের মধ্যে আবার উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা বেশী। সে জন্য যুবকদের কর্ম সংস্থান করা দেশের অন্যতম ইস্যু। তাই দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষনের কোন বিকল্প নেই।