সন্দীপনার বৃক্ষরোপন অভিযান

39

সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান ১ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। “নিবিড় বনায়ন মানুষের বাসযোগ্য পৃথিবী রচনায় অগ্রণী সহায়ক” শীর্ষক আলোচনা পর্বটি অনুষ্ঠিত হয় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে। সন্দীপনার সিনিয়র সহ সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সংস্কৃতিসেবী ও রাজনীতিবিদ তপন চক্রবর্তী। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সংগঠক ও যুবনেতা হাবিবুর রহমান হাবিব, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, নাট্যজন শেখ শওকত ইকবাল, সংগঠক প্রণব রাজ বড়–য়া, শিল্পী রতন কান্তি দে, সাংবাদিক এম.এইচ.ডি রাজু, শিল্পী এম.এ হাশেম, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী সঞ্জয় দাশ, প্রধান শিক্ষক তরনী সেন, সংগঠক মোশাররফ হোসেন খান রুনু, কবিয়াল সন্তোষ কুমার দে, শিক্ষিকা তাহেরা খাতুন, কবি সজল দাশ, প্রকৌশলী অনিত কুমার নাথ, জাহানারা পারুল, কবি আসিফ ইকবাল, সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, ওস্তাদ রতন কুমার রাহা, আইটি এক্সপার্ট মোঃ ইসমাইল হোসাইন, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, কবিয়াল আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, সংস্কৃতি কর্মী সঞ্জয় দে, মোঃ আলেক্স, ধনাঞ্জয় শর্ম্মা, সাংবাদিক হারুনুর রশিদ, এমরান হোসেন মিঠু প্রমুখ। নাট্যকর্মী মেজবাহ উদ্দিন চৌধুরী ও শিল্পী বৃষ্টি দাশ’র সঞ্চালনায় সভার শুরুতে সপ্তাহ ব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কেবল সরকারের নয়, সকল সরকারি-বেসরকারি, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি প্রতিটি পরিবারকে নিতে হবে। সভা শেষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণসহ একটি কাঠ বাদামের চারা লাগিয়ে কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদ্বুদ্ধকরণ পর্র্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেন। আবৃত্তি, একক ও দলীয় সংগীত পরিবেশনায় ছিলেন- শিল্পী এম.এ হাশেম, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী হানিফ, উজ্জ্বল সিংহ, মিনহাজুন্নিছা, তাহেরা খাতুন, আল হাসনাত সিহাব, মোঃ মিজান, আজগর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি