সন্ত্রাসবাদ রুখতে শ্রীলঙ্কাকে সহায়তা করতে চায় ভারত

26

জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলায় শ্রীলঙ্কাকে পূর্ণ সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ভারত। ইস্টার সানডের আয়োজনে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ২৬০ জন নিহতের ঘটনার প্রসঙ্গে এ প্রস্তাব দেয়া হলো।
নিহতদের মধ্যে ১১ জন ছিল ভারতীয় নাগরিক।
শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনার তরঞ্জিত সিং সাধু শুক্রবার কান্ডির শ্রী দালালা মালিগাওয়া (পবিত্র দাঁতের মন্দির) বৌদ্ধ মঠের দায়িত্বে থাকা দুই শীর্ষস্থানীয় বৌদ্ধ পুরোহিতের (মহানায়েক থিরু) সঙ্গে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার মঠ পরিদর্শন করে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই সময় তিনি বলেন, শ্রীলঙ্কা সরকারকে সন্ত্রাসবাদের প্রচলিত ঝুঁকিগুলো মোকাবেলায় সবরকম সহায়তা করতে চায়। আলোচনায় ভারতের পক্ষ থেকে এ প্রস্তাবে দু’জন মহানায়েক থিরুই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।