সদরঘাট থানা পূজা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

46

আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদরঘাট থানা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিটি পূজামন্ডপে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের দেয়া ২৭ দফার আলোকে প্রতিটি পূজামন্ডপ মনিটরিং করা হবে বলে জানানো হয়।
সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব নন্দী বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি রানা বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। এতে বিশেষ অতিথি ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অ্যাডভোকেট নটু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক বিপ্লব সেন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, চসিক কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, থানা কমিটির সাবেক সভাপতি শ্যামল দাশগুপ্ত। উপস্থিত ছিলেন সুব্রত শীল রাজু, জয়ন্ত তালুকদার, শ্যামল চৌধুরী, নারায়ণ সিংহ। সদরঘাট থানা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অশোক দাশ ও সোহেল দাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাপ্পী দাশ। এছাড়া বক্তব্য দেন রাজীব ভট্টাচার্য, স্বপন শীল, সুজন ভট্টাচার্য, পঙ্কজ শীল, নির্মল দাশ, রিপন কিশোর রায়, লক্ষণ দাশ, পিন্টু সরকার, প্রকাশ রায় পুরহিত, সুদীপ মজুমদার, আবীর মজুমদার, পিন্টু দাশ, বিক্রমজিৎ রায়, মিঠুন দাশ, বিপ্লব দত্ত, সৈকত বিশ্বাস, সাগর চক্রবর্তী, অন্তু দাশ, উত্তম দাশ, জনি দাশ, মুরাদ দাশ, রাজু দাশ, মান্না সাহা, রাজমোহন দাশ, নারায়ণ দাশ, কার্তিক দাশ, জীবন দাশ। আলকরণ গীতা বিদ্যাপীঠ’র ছাত্রীদের পরিবেশনায় গীতাপাঠ মাধ্যমে সভার শুরু হয়। বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার সদগতি কামনায় প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি