সদরঘাটে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২

40

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। সোমবার রাতে পশ্চিম মাদারবাড়ির ১ নং গলির জমির উদ্দিন লেনের ক্রাউন কোম্পানির বাড়ির দ্বিতীয় তলার বসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মোতালেব (৪০) ও বেলায়েত হোসেন (৩৪)। তাদের কাছ থেকে মোবাইল কোম্পানির সিম, ল্যাপটপ ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে টেলিটকের ৭০৫টি সিম, দুটি ল্যাপটপ ও ৮ ধরনের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সরকারি কর ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে ওই বাসায় ভিওআইপি ব্যবসা করছিলো। অভিযানের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) সহকারী পরিচালক কামরুল হাসান ভুঁইয়া উপস্থিত ছিলেন। তিনি উদ্ধারকৃত মালামালগুলোকে ভিওআইপি সরঞ্জাম হিসেবে শনাক্ত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে মামলা দায়ের করা হয়েছে।