সত্যি হলো মালয়েশিয়ার রাজার পদত্যাগের গুঞ্জন

34

সাবেক ‘মিস মস্কো’র সঙ্গে বিয়ের গুঞ্জনে বিতর্কের মুখে পড়েছিলেন মালয়েশিয়ার ১৫তম রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম। এ সপ্তাহে তার মনোনয়নকারী মালয় রাজাদের সঙ্গে বৈঠকের পর শুরু হয় তার পদত্যাগের গুঞ্জন। রবিবার রাজপ্রাসাদের এক মুখপাত্র জানালেন, সংবিধানের ৩২ (৩) ধারা অনুযায়ী দেশের সর্বোচ্চ শাসকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। রাজপরিবারের বিবৃতিতে রাজার পদত্যাগের কারণ হিসেবে নিজ রাজ্যের জনগণের স্বার্থ রক্ষায় তাদের কাছে ফিরে যাওয়ার কথা জানানো হয়েছে। পদত্যাগের প্রসঙ্গে রাজপরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, কেলানতান প্রাদেশিক সরকারের অংশ হতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মহামান্য রাজা। ওই বিবৃতিতে বলা হয়, বিশেষ করে কেলানতানের জনগনের সুরক্ষা এবং সেখানকার মানুষের উন্নয়ন ঘটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছর দুই মাসের চিকিৎসা ছুটি নেন ৪৯ বছর বয়সী সুলতান মোহাম্মদ পঞ্চম। ২ নভেম্বর শুরু হওয়ার কয়েক দিনের মাথায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ‘মিস মস্কো’ ২৫ বছর বয়সী ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে মস্কোতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। সে সময় সংবাদমাধ্যমের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সরাসরি বিয়ের কথা অস্বীকার করেননি। তবে তিনি দাবি করেছিলেন, ‘মিস মস্কো’ ওকসানার নাম জানেন না তিনি। আর বিয়ের ব্যাপারেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাংলাট্রিবিউন