সচেতনতাই পারে ডায়াবেটিস রোগীকে সুস্থ জীবন দিতে

49

ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে ৩ দিনব্যাপী ৯ম ডায়াবেটিক মেলার উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় খুলশী ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি এস এম শওকত হোসেন এর সভাপতিত্বে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ৪৫টি ষ্টল বসানো হয়েছে।
স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ৯ বছর পূর্বে নতুন ধারণা নিয়ে ডায়াবেটিক মেলার যাত্রা শুরু হয়। ‘আর নয় ডায়াবেটিস ভয়, সচেতন হয়ে করবো জয়। আসুন, ডায়াবেটিস সম্পর্কে সচেতন হই, ডায়াবেটিসমুক্ত পরিবার গড়ি’ এই তাৎপর্যকে সামনে রেখে ডায়াবেটিক মেলা আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে। শুধুমাত্র ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ডায়াবেটিক রোগী সুস্থ থাকতে পারে। ডায়াবেটিক রোগীদের পরিপূর্ণ সেবা দিতে ডায়াবেটিক হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলার প্রধান উদ্দেশ্য ডায়াবেটিক রোগীদের খাবার ও ইনসুলিন সম্পর্কে ভীতি দূর করা।
মেলার উদ্বোধক প্রধান অতিথি জসীম উদ্দিন চৌধুরী বলেন, সচেতনতাই পারে ডায়াবেটিস রোগীকে দীর্ঘ সুস্থ জীবন দিতে। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। অন্য যে কোন রোগ হলে চিকিৎসায় ভালো হয়ে যায় কিন্তু ডায়াবেটিসে ভাল হবে না। সারাজীবন নিয়ম শৃংখলা মানতে হয়। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া সম্ভব।
সমিতির নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মিসেস আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য জয়শান্ত বিকাশ বড়ুয়া, মো. রাকিবুল ইসলাম, এডভোকেট চন্দন তালুকদার, আকতার হোসেন, মো. হাসান মুরাদ, মো. শহীদুল ইসলাম, মেলার কো অর্ডিনেটর এবং পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. নওশাদ আজগার চৌধুরী প্রমুখ।
আজ বিকাল ৩টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য এবং সদ্য প্রাক্তন রোটারী গভর্ণর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিজ্ঞপ্তি