সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়

132

বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত, সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস বলেছেন, মনকে শুদ্ধ করে সঙ্গীত। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। বাগীশ্বরী সঙ্গীতালয় গত ১৪ বছর ধরে শুদ্ধ সঙ্গীত চর্চায় যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। তিনি ১৮ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণী কথামালা ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগীশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক রিষু তালুকদার। ডা. সুপণ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, অনুষ্ঠানের আহবায়ক যীশু সেন, পলাশ দে, প্রকৌশলী সুমন সেন, লায়ন ডা. প্রণব বিশ্বাস, ডা. অঞ্জন দাশ, দোলন দাশ, টিটন ধর, দীপন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি