সকলের সহযোগিতায় চকরিয়াকে আধুনিক উপজেলায় গড়ে তোলা হবে

29

চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ জাফর আলম। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিক উল্লাহ, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমির চেয়ারম্যান আমিনুর রশীদ দুলাল, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান, হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, সাংবাদিক আবদুল মজিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ প্রমুখ। এ সময় বক্তরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মতামত ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি তার বক্তভ্যে বলেন, সকলের সহযোগিতায় চকরিয়াকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। চকরিয়াবাসী যাতে বন্যার কবল থেকে রক্ষা পায় সেজন্য আগামী বর্ষা মৌসুমের আগেই উপজেলার ভাঙ্গা বেড়িবাঁধ গুলোর মেরামত কাজ শেষ করা হবে। সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, রমজান মাসে পৌর শহরকে যানজট মুক্ত রাখা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙ্গাতে হবে। উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ড গুলো যাতে মানসম্পন্ন হয় সেজন্য স্থানীয় চেয়ারম্যানদের নজরদারী রাখতে হবে।