সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নতুন ব্যাখ্যা ভারতের

11

ব্যাপক বিক্ষোভের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে নতুন ব্যাখ্যা হাজির করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার বিজেপি সভাপতি অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রণালয় থেকে দেওয়া ব্যাখ্যায় নাগরিকত্ব পাওয়ার কয়েকটি শর্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হয় সংশোধিত নাগরিকত্ব আইন। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। আন্দোলনকারীদের একাংশের আশঙ্কা, নতুন আইনের ফলে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়বে পুরনো নথি হারিয়ে ফেলা দরিদ্র মানুষেরা।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া সকলেই নাগরিকত্ব পাবেন। আর ১ জুলাই ১৯৮৭ থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে যারা জন্ম নিয়েছেন তাদের বাবা-মায়ের কোনও একজন ভারতীয় নাগরিক হলে তিনিও নাগরিকত্ব পাবেন। ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে যারা জন্ম নিয়েছেন তাদের বাবা-মায়ের দুজনই ভারতীয় নাগরিক কিংবা একজন ভারতীয় ও অপর জন্য অবৈধ অনুপ্রবেশকারী না হলে তারাও ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন।