সংশপ্তক এর মানববন্ধন ও মৌন র‌্যালি

92

রৌফাবাদ এলাকায় সংশপ্তক এর উদ্যোগে মানববন্ধন ও মৌন র‌্যালি গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন,
নারীর ওপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে; ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণচেষ্টা বা যৌন হয়রানি, উত্যক্তকরণ, এসিড আক্রমনসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৬৩০ জন নারী; এরমধ্যে একজন দ্বারা ধর্ষণ ৪৬৪জন ও দলবদ্ধ ধর্ষণ ১৫৩জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ধর্ষণের চেষ্টা হয়েছে ১০৫ জন নারীর উপর; এরমধ্যে হত্যা করা হয়েছে ১ জনকে, আত্মহত্যা করেছেন ১ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন, এরমধ্যে আত্মহত্যা করেছেন ৮ জন। ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছে ৩ জন নারী ও ২ জন পুরুষ।
মানববন্ধনে বক্তব্য দেন এডমিন কোঅর্ডিনেটর অগ্রদূত দাশগুপ্ত, প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী, ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম, ক্যাফে সুপারভাইজার দিপ্তী রানী সরকার, সংশপ্তক ইয়ং লিডারর্স ফোরাম সহ সভাপতি জুয়েল রানা, সেক্রেটারী শারিয়া আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি