শ্রূতিঅঙ্গনের উচ্চাঙ্গ সংগীত সম্মিলন ২৭ ফেব্রূয়ারি

34

উচ্চাঙ্গ ও নজরুল চর্চা, লালন, প্রচার-প্রসারে প্রত্যয়ী শ্রুতিঅঙ্গন আগামী ২৭ ফেব্রূয়ারি ২০২০ খ্রি: বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে অষ্টম বার্ষিক উচ্চাঙ্গসংগীত সম্মিলন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করবেন বিজিসি ট্রাস্ট বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি থাকবেন মাননীয় ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। সভাপতিত্ব করবেন প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব আবুল মোমেন, বিশিষ্ট মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক আর্টিষ্টিক ডিরেক্টর নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। আমন্ত্রিত শিল্পীবৃন্দ হলেন, পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী (কন্ঠ) চট্টগ্রাম, পন্ডিত শুভংকর ঘোষ (সেতার) আগরতলা, ত্রিপুরা, পঙ্কজ কুমার দাশ (ক্লাসিক্যাল গিটার) আগরতলা, ত্রিপুরা, বিপ্লব মুখার্জী (কন্ঠ) কোলকাতা, রুপক মিত্র (তবলা) কোলকাতা, ডা: সন্দীপন দাশ (বেহালা) চট্টগ্রাম, শুভজিৎ শংকর সেন (কণ্ঠ) আগরতলা, ত্রিপুরা, শুভ্রাংশু দাশ (তবলা) আগরতলা, ত্রিপুরা, সলোক হোসেন (কন্ঠ) রাজশাহী, লিটন দাশ (হারমোনিয়াম) চট্টগ্রাম, সুমন মজুমদার (তবলা) চট্টগ্রাম, পাভেল বড়–য়া (তবলা) চট্টগ্রাম, সানি দে (তবলা) চট্টগ্রাম, অনিক সেনগুপ্ত (তবলা) চট্টগ্রাম, সৈকত দত্ত (কণ্ঠ) চট্টগ্রাম। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি