শ্রুতিঅঙ্গনের নজরুলজয়ন্তী

105

শ্রুতিঙ্গনের ৮ম বর্ষের নিয়মিত অনুষ্ঠান আয়োজনের মধ্যে গত ২৫ মে শনিবার বিকাল ৫টায় নগরীর নন্দনকাননস্থ ফুলকি এ.কে. খান মিলনায়তনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম জয়ন্তী উপলক্ষে নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। তাঁর বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক ছিলেন বলেই তাঁর গানে, ভজন, কীর্তন, শ্যামাসংগীত, ইসলামী সংগীত, কাওয়ালী, ভাটিয়ালী, এভাবে প্রায় ৩৫ প্রকারের প্রায় ৩৫০০ এর বেশী গান রচনা করেছেন। আর কোন কবি তাঁর মত এত প্রকারের গান রচনা করতে পারেননি। প্রধান অতিথি প্রফেসর ড. রণজিৎ কুমার চৌধুরী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য শ্রুতিঙ্গনের প্রশংসা করেন। সভাপতি প্রফেসর বেণু কুমার দে শ্রুতিঅঙ্গনের আয়োজনে ও বিভিন্ন সময়ে যারা সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শান্তুনু মিত্র ও বীথিকা বসাক। অনুষ্ঠানের ২য় পর্বে শ্রুতিঙ্গনের প্রায় ৩০ জন শিল্পীর পরিবেশনায় জাতীয় কবির ৮টি দলীয় নজরুল সংগীত মিয়াকীমল্লার রাগে স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, ভজন, অনাদি কাল হতে অনন্ত লোক গাহে তোমারি জয়, ভৈরবী রাগে প্রভাত বীণা তব বাজে, মোর ঘুম ঘোরে এলে মনোহর, মোরা আর জনমে হংসমিথুন ছিলাম, ইসলামী সংগীত; হে মদিনাবাসী প্রেমিক ধর হাত মম, দেশাত্ববোধক; একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিদ্রোহী গান; কারার ঐ লোহ কপাট, একক পরিবেশনায় ছিলেন- জয়া দত্ত, লিটন কান্তি দাশ, রূপন নাথ, ধীমান নন্দী, নিপা দত্ত, সৈকত দত্ত, নিলয় দত্ত,তন্ময় দেব, নিলয় নাথ, রাশেদুল ইসলাম, টিংকু গুপ্তা, সাথী সিংহ, রাজু তালুকদার, অপর্ণা শীল, প্রিয়ম দত্ত, অর্পিতা পারিয়াল, সীমানন্দী, সুতপাধর, প্রতিক দাশ, ইশরাত মাশফি, জেকি দত্ত, ইতুন দত্ত, রিক ভট্টাচার্য, প্রমিতা ভট্টাচার্য, জীবন দে, নয়ন মহাজন, তৃষা সেন, প্রিয়া ধর, রিয়াদু জান্নাহ। যন্ত্রানুসঙ্গে ছিলেন- তবলায় জয় প্রকাশ ভট্টাচার্য্য ও পাভেল বড়ুয়া, কিবোর্ডে- নিখিলেশ বড়ুয়া, অক্টোপ্যাড- সুমন দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি