শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

28

খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় জেগেছিল শঙ্কা। পরে সেটাই সত্যিই হলো। শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অনুশীলনের সময় পাওয়া পিঠের চোটের জন্য ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও। তাদের জায়গায় দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে গেলেন তিনি। সাংবাদিকদের নিজের চোটের অবস্থা নিয়ে বলেছিলেন, ‘দুই দিন অনুশীলন করেছি, সমস্যা হয়নি। এখন পর্যন্ত ইনশাআল্লাহ সব ঠিকঠাক আছে।’ অথচ রাত হতেই এলো দুঃসংবাদ, চোটে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন মাশরাফি মুর্তজা!
গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না ওয়ানডে অধিনায়কের। তার জায়গায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, আগের জায়গায় চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফির। “ওর চোট গুরুতর। শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না। পিঠের চোটের জন্য শ্রীলঙ্কায় খেলা হবে না সাইফেরও। ওদের জায়গায় রেজা ও তাসকিনকে দলে নেওয়া হয়েছে।”
শুক্রবার মিরপুরে অনুশীলনের সময় ডান পায়ে চোট পান মাশরাফি। এই চোটই শ্রীলঙ্কা যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে পাওয়া হ্যামস্ট্রিং চোট নিয়ে গোটা বিশ্বকাপ খেলে গেছেন তিনি। পুরোনো সেই জায়গায় আবারও আঘাত পেয়েছেন মাশরাফি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, হ্যামিস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে মাশরাফির। স্বাভাবিকভাবেই ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোয় হতে যাওয়া তিন ওয়ানডেতে খেলা হচ্ছে না তার। এই পেসারের জায়গায় অধিনায়ক হিসেবে তামিমকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
মাশরাফির চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আজ (শুক্রবার) অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। দ্রæত পরীক্ষা-নিরীক্ষার পর তার গ্রেড-১ চোট ধরা পড়েছে। এই ধরনের চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় দরকার।’
শ্রীলঙ্কা সফরটা বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে উঠলো। ব্যক্তিগত কারণে সাকিব আল হাসান ও লিটন দাস আগে থেকেই ছিলেন না স্কোয়াডে। এবার ছিটকে গেলেন মাশরাফি।
ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।