‘শ্রীলঙ্কা এখন পর্যটকদের জন্য নিরাপদ’

24

‘শ্রীলঙ্কা এখন পর্যটকদের জন্য নিরাপদ’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ৭ মে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন সিরিসেনা। তিনি বলেন, শ্রীলঙ্কাংয় কয়েক দফা ভয়াবহ হামলার সন্দেহভাজন হামলাকারীদের মধ্যকার ৯৯ শতাংশকেই ইতোমধ্যে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেসঙ্গে তাদের কাছে থাকা বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে। তাই বর্তমানে পর্যটকদের জন্য নিরাপদ এ দ্বীপরাষ্ট্রটি। সিরিসেনা বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা ভয়াবহ হামলার ঘটনার হামলাকারীদের চিহ্নিত করে ৯৯ শতাংশকেই আটক করেছে। হয়ত এক থেকে দু’জন এখনও বাইরে থাকতে পারে। তবে তাদেরও আটক করা হবে। হামলার পর থেকে দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। জঙ্গিদের খুঁজতে নামানো হয়েছে হাজার হাজার সেনা সদস্য।

এ ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক সন্দেহভাজন গ্রেফতার হয়েছেন। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলার পেছনে স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াত ও জামায়াতিন মিল্লাতাহু ইব্রাহিম রয়েছে বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। তবে হামলার দুইদিনের মাথায় ২৩ এপ্রিল হামলাটির দায় স্বীকার করে আইএস। প্রমাণ হিসেবে হামলাকারীদের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে জঙ্গি সংগঠনটি।