শ্রীলঙ্কায় গেলো নারী ইমার্জিং দল

20

আগামীকাল থেকে ২৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসবে নারী ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল দ্বীপ দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়া টুর্নামেন্টের বাকি দুই দল ভারত ও পাকিস্তান।
যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক শায়লা শারমিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। আমাদের দলের কয়েকজনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আমরা এর আগে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, স¤প্রতি ভারতেরও মুখোমুখি হয়েছি। সেই অভিজ্ঞতা টুর্নামেন্টে কাজে লাগাতে চাই। আমরা ভালো খেলেই শিরোপা জিততে চাই।’ ২২ অক্টোবর উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ অক্টোবর পাকিস্তান এবং ২৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শায়লার দল। ফাইনাল ২৭ অক্টোবর।
বাংলাদেশ নারী ইমার্জিং দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, ইসমা তানজীম, রুবায়া হায়দার ঝিলিক, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, রাবেয়া, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা ও সুমাইয়া আক্তার।
স্ট্যান্ডবাই: লাবনী আক্তার, জিনাত এশিয়া অর্থি ও তাজিয়া আক্তার।