শ্রাবণের বৃষ্টি

43

একটা আকাশ ভেঙেছে বুকের ভেতর…
না পাওয়ার আক্ষেপ আর এক পৃথিবী যন্ত্রণা নিয়ে
অঝোরে ঝরছে শ্রাবণের বৃষ্টি। কোনো এক বর্ষা দিয়েছিল
হাজার বছর বেঁচে থাকার ভালোবাসার এক গুচ্ছ কদম;
দিয়েছিল সুখের মোহনায় যৌবন জোয়ারে ভেসে যাওয়া
শান্ত নদীর কূল। পরন্তু বিকেলে ডিঙি নৌকায় চড়ে প্রিয়
অবন্তীর হাত ধরে হারিয়ে যেতাম শাপলা শালুকের মিছিলে;
বেলা শেষে মেঘের ভেলায় ভাসতে-ভাসতে কাকভেজা
হয়ে ফিরতাম দুজন আপন গন্তব্যে। পৃথিবীর নিয়মে বছর
ঘুরে বর্ষা আসে আবার চলেও যায়- কেবল শুধু আসেনা-
সেই যে গেল অচেনা হাত ধরে- প্রিয় অবন্তী;
আর সেদিনের পর ভেজাও হয়না শ্রাবণের বৃষ্টিতে।