শ্রাদ্ধানুষ্ঠানে ৫শ মানুষের খাবারের আয়োজন

48

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বোয়ালখালীতে শ্রাদ্ধানুষ্ঠানে ৫শ মানুষের খাবারের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রস্তুতকৃত অবশিষ্ট খাবার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
গতকাল রবিবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, জৈষ্ঠ্যপুরা গ্রামে প্রায় ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করছিলেন মুকুন্দ লাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী। তিনি মন্ত্রপাঠরত থাকায় তার অভিভাবকদের কাছে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের আয়োজন এর বিষয়ে জানতে চাইলে তারা অপরাধ স্বীকার করেন। এরপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবশিষ্ট খাবার প্রায় ২৫০ জন দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, উক্ত ইউনিয়নের একজন ব্যক্তি স¤প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিজবাড়িতে আইসোলেশনে রয়েছেন। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন সেনা সদস্যরা।