শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দা জানাতে অস্বীকৃতি ট্রাম্পের

15

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রচারণার অভিযোগ নতুন নয়। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আর ‘আমেরিকা ফার্স্ট’ নামের দুই ধারণাকে উপজীব্য করেই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন তিনি। নব্য নাৎসীতন্ত্রের ব্যাপক উত্থান হয়েছে তিনি ক্ষমতায় আসার পর।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্ক অনুষ্ঠানেও উঠে আসে বিষয়টি। তবে পুলিশি নৃশংসতার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর সহিংসতা উস্কে দেওয়ার ঘটনায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।সঞ্চালকের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনি কেন চাইছেন যে আমি শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের নিন্দা জানাই!
বিক্ষোভে সহিংসতার ঘটনা কনজারভেটিভদের তৈরি কোনও ইস্যু নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। মঙ্গলবারের বিতর্কে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠন প্রাউড বয়েজ-এর নামও উল্লেখ করেন ট্রাম্প। ২০২০ সালে নিজেদের সাংগঠনিক ইউনিফর্ম পরে ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয় সংগঠনটির সদস্যর।