শোভনীয়া ফুটবল একাডেমীর আন্তঃফুটবল উৎসব শুরু

39

‘আজকের কিশোর আগামী দিনের তারকা’ এই ¯েøাগানকে প্রতিপাদ্য করে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমী আন্তঃফুটবল উৎসব নগরীর কলেজিয়েট স্কুল মাঠে গতকাল বিকালে শুরু হয়েছে। মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমীর আহŸায়ক নুর জাহেদ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান চৌধুরী। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম জুয়েল, বিশেষ অতিথি ছিলেন কামরুল ইসলাম শামীম, সাংবাদিক দেবশীষ বড়–য়া দেবু, সাংবাদিক এজেডএম হায়দার। উপস্থিত ছিলেন মো. রাশেদ খান, মহসিন আলী বাদশা, নাহিদ মুরাদ মুন্না, মো. আলমগীর, তন্ময় বড়–য়া, তারেক হাসান টুটুল, মো. ওয়াসিম হাসান, আবদুল আজিজ, আবু সায়েদ, মো. ফয়সাল, আবদুল হামিদ নয়ন, আরাফাত আমজাদী, মো. আলাউদ্দিন, রিজভী হাসান সানি, মো. ইসমাইল, আবদুল হামিদ জনি, সাইমন আহমেদ সাহেদ, ওয়াহিদুল আলম অভি, মো. নুর উদ্দিন, আরমান হোসেন ইমন, মো. মারুফ, মো. নিজাম উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় সেলিম স্মৃতি সংসদ ১-০ গোলে নূর ফাউন্ডেশনকে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে। প্রধান অতিথি মশিউর রহমান এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫টি দলের মাঝে জার্সি প্রদান করেন মেসার্স এনএ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আইয়ুব আলী। বিজ্ঞপ্তি