শোক সংবাদ

48

শফিকুল আলম

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোরশেদ আলমের পিতা ও এনায়েত বাজার মসজিদ পরিচালনা কমিটির আজীবন সদস্য শফিকুল আলম বার্ধক্যজনিত রোগে গত ৫ আগষ্ট ইন্তেকাল করেন। মরহুমের জানাজা এনায়েত বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, আবুল হাসেম বক্কর, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জামশেদুল আলম চৌধুরী, হেলাল আকবর চৌধুরী বাবর, এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, সালাউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মোহাম্মদ ইদ্রিস, মো. ওয়াসিম, এ এম কুতুবউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন আহম্মেদ, শিবু প্রসাদ চৌধুরী, দেবাশীষ নাথ দেবু, ওয়ারিশ আলী খান, খুরশীদ হাসান প্রমুখ।


 বিধান চন্দ্র বড়ুয়া

চট্টগ্রাম স্টিল মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ও শহীদ মিলন পরিষদের উপদেষ্টা বিধান চন্দ্র বড়ুয়া গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর মোগলটুলী বড়ুয়া পাড়ার নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সূর্য্যধন সওদাগর ও কুমুদিনী বড়ুয়ার কনিষ্ঠ সন্তান এবং চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সদস্য রুবেল বড়–য়ার পিতা। গতকাল বিকালে তার আত্মার সদগতি কামনায় মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের মহাপরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাথের’র পরিচালনায় অনিত্য সভা শেষে শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার শ্মশানে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি