শোক সংবাদ

35

রাউজান উপজেলা
আ.লীগ সাবেক সভাপতির
স্ত্রীর ইন্তেকাল

রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী ২৯ আগস্ট দিবাগত রাত ১২টায় পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। ৩০ আগস্ট সকাল ১১টায় উপজেলার সুলতানপুর ছিটিয়াপাড়ায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা দাফন কাজ সম্পন্ন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, আজাদীর সম্পাদক এম এ মালেক, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ফারাজ করিম চৌধুরী, মেজবাহ উদ্দিন আকবর, অধ্যাপক ফয়জুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মেজবাহ উদ্দিন আকবর, পৌর কাউন্সিলর এড.সমীর দাশগুপ্ত, আহসান হাবিব চৌধুরী, অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরী, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, আমান উল্লাহ আমান, আবু সালেক প্রমুখ।-রাউজান প্রতিনিধি

ননীবালা বড়ুয়ার
অনিত্যসভা

বাঁশখালী পৌরসভা ২নং ওয়ার্ড জলদী বড়–য়াপাড়ার সেনপÐিত বাড়ির প্রয়াত বোধিরঞ্জন বড়–য়ার সহধর্মিণী ননীবালা বড়–য়া (৭৮) গত ৩০ আগস্ট পরলোকগমন করেন (আনিচ্চা বাতা সাংখারা)। ননীবালা বড়–য়া শিক্ষক মুকুল বড়–য়া ও শিক্ষক দুকুল বড়–য়ার মাতা। ৩০ আগস্ট জলদী ধর্মরত্ন বিহারে অধ্যক্ষ ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে অনিত্যসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়ার সঞ্চালনায় সদ্ধর্মদেশনা করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির, বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি থের, বুদ্ধকীর্তি থের, আনন্দমিত্র থের। স্মৃতিচারণ করেন অব. কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র বড়ুয়া, কীর্তনশিল্পী ফনিন্দ্রলাল বড়ুয়া, ব্যবসায়ী শ্রীমন্ত বড়ুয়া, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, অরূপ কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ বড়ুয়া, বাবুল বড়ুয়া অনু, নেত্রসেন বড়ুয়া, আনন্দ বড়ুয়া সমরঞ্জন বড়ুয়া, প্রভাতকুসুম বড়ুয়া প্রমুখ। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক মুকুল বড়ুয়া ও শিক্ষক দুকুল বড়ুয়া। বিজ্ঞপ্তি