শেষ সন্ধ্যা

54

দেহালাটা পুরাতন হয়ে গেল
উপায়ন সুরগুলো ঠিক ভাবে আর বাজে না
তবুও তার মায়া ছাড়াতে পারি না।
সাদাকালো দিনের সুরগুলো এখনও ভীষন স্পষ্ট।
আকুল পাথারে চাপা পড়ে থাকা ব্যথা গুলো-
এখনও কেঁপে ওঠে সেই সুরে।
সময় ও সুরের অভিসন্ধিতে যেন এক মরা গিঁট লেগেছে।
ফুরিয়ে ক্ষয়েছে রং-তুলি, আঁকবো বলে স্মৃতির প্রতিকৃতি;
দীঘল কুন্তলের ছায়ায় অন্ধকার ছাড়া আর যে কিছু নেই।
সাত আসমানের সাত সূর্য ডুবেছে —
অতিথিরা ঘরে ফিরেছে।
বয়ে যায় সত্য নদী, চরের বুকে কুন্ডলী করে ওঠে।
নাসিকাগর্জনের দমকায় বইতে থাকে উষ্মা হাওয়া ।
ঝুপ করে নিভে যায় গোধূলির প্রদীপ শিখা।