শেষ ওয়ানডে খেলতে ডানেডিনে টিম টাইগার

29

ক্রাইস্টচার্চ থেকে ডানেডিনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে, টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের সাথে ক্রাইস্টচার্চে অনুশীলনে জন্য আছেন।
ডানেডিনের বিমানবন্দরে পৌঁছে স্থানীয় মাওরি স¤প্রদায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানায়। এ সময় মাওরি স¤প্রদায় তাদের প্রতীকী ভাষায় গান গেয়ে শোনায় টাইগারদের। এমন অভ্যর্থনা বেশ উপভোগ করতে দেখা গেছে মাশরাফি, মুশফিক ও মাহমুদুল্লাহদের। টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে মাশরাফির দল। এবার তাদের হোয়াইটওয়াশ ধাক্কা চোখ রাঙাচ্ছে। বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলবে দু’দল।