‘শেষবারের মতো’ ছাড় পেলেন সোহাগ-ধীমান-ফরহাদ

19

একবার, দুইবার নয়, তিন-তিনবার নেওয়া হয়েছে বিপ টেস্ট। একবারও উতরাতে পারেননি সোহাগ গাজী, ধীমান ঘোষ ও ফরহাদ হোসেন। হতাশ নির্বাচক হাবিবুল বাশার বুঝে ফেলেছেন, আর হবে না। তিন জনই ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও নিয়মিত পারফরমার। শেষ পর্যন্ত বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া হয়েছে তাদেরকে। তবে হাবিবুল তাদেরকে জানিয়ে দিয়েছেন, এবারই শেষ। পরের মৌসুমে ফিটনেসের উন্নতি না হলে তাদের প্রথম শ্রেণির ক্যারিয়ারও থমকে যাবে।
প্রথম দুই দফায় ব্যর্থ ক্রিকেটারদের আরেক দফা বিপ টেস্ট নেওয়া হয় সোমবার। মৌসুম শুরুর আগে ন্যুনতম পাশের স্কোর ১১ ধরা হলেও পরে সিনিয়র ক্রিকেটার ও পারফরমারদের জন্য সেটি কমিয়ে করা হয় ১০। ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা নাদিফ চৌধুরি ১০.৩ স্কোর করে উতরে গেছেন। তবে এবারও পারেননি সোহাগ, ধীমান ও ফরহাদ। বিপ টেস্টে পাশ না করায় জাতীয় লিগের প্রথম রাউন্ডে বিবেচনার বাইরে ছিলেন তারা সবাই। দ্বিতীয় রাউন্ড থেকে বিবেচনায় থাকবেন এই চার জন। তাদের খেলার ছাড়পত্র দিয়েছেন নির্বাচকেরা।