শেখ হাসিনার কারণেই এদেশের অসাম্প্রদায়িকতা বিশ্বস্বীকৃত

39

এম. এ. লতিফ এমপি দেশের হিন্দু স¤প্রদায়ের দুর্গোৎসব উপলক্ষে গত ৭ অক্টোবর তাঁর নির্বাচনী এলাকার ৩৭ ও ৩৮নং ওয়ার্ডের পূজামÐপসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি সবাইকে শুভেচ্ছা বিনিময় করে মÐপ কমিটির সাথে আলোচনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এম এ লতিফ এমপি বলেন, আমাদের শেখ হাসিনা সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ সব সময় শান্তিতে, নিরাপদে তাদের নিজ নিজ ধর্ম পালন করে আসছে। তিনি দেশে বিরাজমান শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনা সরকারকে বারবার দেশ পরিচালনায় দায়িত্ব অর্পণ করায় সনাতন ধর্মাবলম্বীদের কৃতজ্ঞতা জানান। তাছাড়া গতকাল বিকেলে স্বাধীনতা নারী শক্তি নেত্রীবৃন্দ সনাতন ধর্মাবলম্বী মা-বোন ও স্বাধীনতা নারী শক্তি সদস্যদের মাঝে শাড়ি বিতরণ করেন। দুর্গাপূজা উপলক্ষে মহানগর ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমএ লতিফ এমপির পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসন আওতাধীন ১০টি ওয়ার্ডের ৪২টি পূজামÐপে নগদে ৫ লক্ষ টাকা বিতরণ করেন। এছাড়া মÐপ কমিটির চাহিদা অনুযায়ী পূজামÐপে স্ট্যান্ডফ্যান বিতরণ এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পরিদর্শনকালে এম এ লতিফ এমপির সাথে আরো উপস্থিত ছিলেন মাহবুবুল হক মিয়া, মো. নুরুল আলম, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, হোসেন মুরাদ, আব্দুল মান্নান, আবদুল মতিন মাস্টার, মো. ইমাম হোসেন, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. হাসান মুরাদ, জাহিদুল আলম মিন্টু, মো. আক্তার, ইমতিয়াজ মেম্বার, ফারজানা মুন্নী, হাসান উদ্দিন সোহেল, অধ্যাপিকা বিবি মরিয়ম, মিনু দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি